ইসলাম ডেস্ক: মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই আযানের পূর্ণ অর্থ জেনে রাখা উচিত হলেও অনেকেই তা জানেন না। তাই পবিত্র আযানের অর্থ না জানা সেই সকল মুসলমান ভাই ও বোনদের জন্য নিচে আযানের পূর্ণ অর্থ বর্ণনা করা হলো-
1.আল্লাহু আক্বার, আল্লাহু আক্বার
2.অর্থ : আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।
3.আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লাহ্, আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লাহ্,
অর্থ: আমি স্বাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
4.আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ্, আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ্,
অর্থ: আমি স্বাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সা. আল্লাহর রাসুল।
5.হাইয়্যা আলাস্সালাহ্, হাইয়্যা আলাস্সালাহ,
অর্থ : এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে।
6.হাইয়্যা আলাল্ ফালাহ, হাইয়্যা আলাল্ ফালাহ,
অর্থ : এসো কল্যাণের পথে, এসো কল্যাণের পথে।
7.আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
অর্থ : আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়।
8. লা-ইলা-হা ইল্লাল্লা-হ্।
অর্থ : আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
ফজরের আজানে অতিরিক্ত বলা হয়‘আস সলাতু খাইরুম মিনান নাউম, আস সলাতু খাইরুম মিনান নাউম। অর্থ : ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম।
No comments:
Post a Comment