
জীবনের কোন না কোন একটা সময়এই প্রশ্নটার সম্মূখীন হয়েছেন কিংবা হবেন। এমন কি আমার ও আপনার কাছে একই প্রশ্ন আপনার কাছে কি মনে হয়- জীবন মানে কি?
জীবন সম্পর্কে একেক জনের চিন্তা-ভাবনা, অভিব্যক্তি একেক রকম।
আমার জন্যও ব্যতিক্রম কিছুনা।
আমার কাছে জীবনের মানেটা কিছুটা এইরকম-
""জীবন মানে যুদ্ধ, যদি তুমি লড়তে পারো। জীবন মানে সংগ্রাম, যদি তুমি করতে পারো। জীবন মানে খেলা, যদি তুমি খেলতে পারো। জীবন মানে স্বপ্ন, যদি তুমি গড়তে পারো। জীবন মানে কষ্ট, যদি তুমি সইতে না পারো। জীবন মানে স্তব্ধতা, যদি তুমি বলতে না পারো। জীবন মানে হারিয়ে যাওয়া, যদি তুমি ধরে রাখতে না পারো। জীবন মানে ভালোবাসা, যদি তুমি বাসতে পারো। জীবন মানে জীবন, যদি তুমি বুঝতে পারো।""
তবুও প্রশ্ন থেকেই যায়-- জীবন মানে কি?
No comments:
Post a Comment