আপনি যদি অনেক বড় কিছু হতে চান,
তবে সবার আগে একজন ভাল মানুষ
হন। আপনার মনুষ্যেতর ভাল
গুনগুলোই আপনাকে অনেক বড় করে
তুলবে।নয়তো আপনার স্বভাবের খারাপ দিকগুলোর বিরুপ প্রভাব
পরতে পারে আপনার সামাজিক এবং ব্যক্তিগত জীবনে যার কারনে
আপনি অনেক বড় কিছু হয়েও ভাল মানুষদের মত সুখী হতে
পারবেন না।
No comments:
Post a Comment