Tuesday, February 2, 2016

সামাজিক জীবনে পারস্পরিক সাহায্য-সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ

মহান আল্লাহ তাআলা বলেন সূরা নিসার ৩৬ নং আয়াতে :
মানুষ সামাজিক জীব আচরণ কেমন হতে হবে -সমাজবদ্ধ হয়েই তাকে বাস করতে হয়। সমাজে একে অপরের সহযোগী হয়ে জীবনের পথ চলতে হয়। তাই সামাজিক জীবনে পারস্পরিক সাহায্য-সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের উপর মানুষের হক মানুষের উপর হক ১০টি –. ১) আল্লাহর হক. ২) রাসুলের হক. ৩) পিতামাতার হক. ৪) বিবির হক. ৫) ছেলেমেয়ের হক.৬) ভাই বোনের হক. ৭) বন্ধু বান্ধব / উম্মতের হক. ৮) প্রতিবেশীর হক. ৯) আত্মীয়তার হক.১০) মাখলুকের হক
যারা এই ৫-টি নিয়ম মেনে চলবে না,মানুষ মাঝে পষুর পাথ্যক রইল না।

No comments:

Post a Comment