পবিত্র শবে মেরাজ।
১৮ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫৫

পবিত্র শবে মেরাজ। লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত তথা উর্ধ্বলোকে পরিভ্রমণ। এ রাত অতি পবিত্র।
৬২০ খ্রিস্টাব্দের পবিত্র এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) মহান আল্লাহ তায়ালার খাস রহমতে প্রথমে মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দিস বা মসজিদুল আকসায় গমন করেন।
সেখানে জামাতে ইমামতি করে উর্ধ্বলোকে গমন করেন। প্রতিটি আসমানে হযরত আদম(আঃ) ও বিশিষ্ট নবীগনের সাথে বিশ্ব নবীর (সঃ) সালাম ও কুশলাদি বিনিময় হয়।
তারপর তিনি সিদরাতুল মুনতাহায় উপনীত হয়। এ পর্যন্ত হযরত জিবরাইল (আঃ) তার সফরসঙ্গী ছিলেন।
তারপর সেখান থেকে তিনি একা রফরফ নামক বিশেষ বাহনে সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে মহান আল্লাহতায়ালার দিদার লাভ করেন এবং পাচঁ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়াতে প্রত্যাবর্তন করেন।
মেরাজ কালে মহানবী (সঃ) সৃষ্টি জগতের সমস্ত কিছুর রহস্য অবলোকন করেন।
মেরাজ ও সাইন্স..............বিস্তারিত জানতে ক্লিক করুন।
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ রাত ১০:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
১.১৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৭
ব্যতিক্রমী বলেছেন: ভালো লাগল। ভালো থাকা হয় যেন,,,,,,,,,,,,

১৯ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৪
লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন।
৩.১৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৮
১৯ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৬
লেখক বলেছেন: ইনশাল্লাহ, লিখবো।
৫.১৯ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৮
আবু আব্দুল্লাহ মামুন বলেছেন: মেরাজের তাৎপর্য নিয়ে কিছু লেখলে ব্লগারদের উপকার হতো। আশা এই বিষয় নিয়ে লেখেবন।

১৯ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫০
লেখক বলেছেন: ইনশাল্লাহ লিখবো।
৭.১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:২০
মোহাম্মদ লোমান বলেছেন: জামাল ভাই ইসরা ও মে'রাজ নিয়ে সম্ভব হলে লিখুন। আমার লিখার প্লান ছিল, দেশে যাওয়ার প্রস্তুতির কারণে লিখা সম্ভব হচ্ছে না। আমার নাম্বার 050 6113627 ধন্যবাদ

১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২৫
লেখক বলেছেন: লোমান ভাই, সালাম নিন। কামাল ভাই বলেছে যে আপনি দেশে যাচ্ছেন। আর আমি একটু ব্যস্ত। ফ্রি থাকলে লিখবো ইনশাল্লাহ। আর আপনাকে ফোন করবো। ভাল থাকবেন।
৯.১৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৭
আহছানউল্লাহ বলেছেন: সালাম ভাই।সময় করে লিখুন আশা করি অনেক কিছু জানতে ও শিখতে পারব।
