Tuesday, July 9, 2013

মাহে রমজান এর তাৎপর্য:

মাহে রমজান এর তাৎপর্য:
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান। রমজানের কল্যাণ লাভের প্রত্যাশায় মুমিনরা ১১টি মাস অধীর আগ্রহে অপেক্ষা করেন। রমজানের আগমনে মুসলিম উম্মাহ আনন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ‘এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়া। সুতরাং এতে তারা আনন্দিত হোক। তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম।’ (সূরা ইউনুস : ৫৮)।