Thursday, September 6, 2012

নিজেকে অন্যের কাছে পছন্দসই করে তোলার উপায় :


১নং নিয়ম: অপরের সম্পর্কে আন্তরিকভাবে আগ্রহী হয়ে উঠুন।

২নং নিয়ম: হাসুন।

৩নং নিয়ম: মনে রাখবেন কোন মানুষের কাছে তার নিজের নামটি যে কোন ভাষাতেই সবচেয়ে মিষ্টি।

৪নং নিয়ম: ভালো শ্রোতা হোন। অপরকে তার নিজের বিষয়ে বলতে উৎসাহ দিন।

৫নং নিয়ম: অন্যের আগ্রহের ব্যাপার নিয়ে কথা বলুন।

৬নং নিয়ম: অপর ব্যক্তিকে গুরুত্বপূর্ন ভাববার সুযোগ দিন- আন্তরিকভাবেই তাই করুন।


(প্রতিপত্তি ও বন্ধুলাভ-ডেল কার্নেগী)